এনজিওদের হাতে যাচ্ছে না সরকারি হাসপাতাল

ডেস্ক রিপোর্ট •

উখিয়ার একটি সরকারি হাসপাতাল (ফাইল ছবি)

ব্যয় কমাতে সরকারি হাসপাতালগুলো এনজিওদের দিতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটি বাতিল করে দিয়েছে মন্ত্রিসভা। ২০০৭ সালের ২১ এপ্রিল উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তটি বাতিলের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেশকিছু হাসপাতালে ব্যয় কমাতে হাসপাতালগুলো এনজিওদের কাছে দিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক পরীক্ষা-নিরীক্ষা করে বলেছে, সরকারি হাসপাতালগুলো এনজিওকে দিলে সমস্যা হবে। ডাবল ম্যানেজমেন্ট শুরু হবে, অর্ধেক এনজিও, অর্ধেক সরকারি। স্টাফ কে যাবে, কে যাবে না, তাদের চাকরির কন্ডিশন কী হবে, এগুলো নিয়ে ঝামেলা হবে। এজন্য সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, এনজিওগুলো হাসপাতাল করলে সরকার তাদের সহায়তা করবে। পিপিপি’র মাধ্যমে যদি কেউ চিকিৎসার ব্যবস্থা করতে চায়, সরকার সহায়তা করবে।

আরও খবর