উখিয়া প্রতিনিধি •
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ একরামু উল্ল্যা (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন-১৪। গ্রেপ্তার একরামু উল্ল্যা রোহিঙ্গা ক্যাম্প ৮-এর শামসুল আলমের ছেলে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করে।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌকার মাঠ ক্যাম্পে পুলিশ অভিযান চালিয়ে একরাম উল্ল্যা নামের রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-