মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় পাশের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের সুযোগে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। গৃহকর্ত্রীর মাথায় বন্দুক দিয়ে সজোরে আঘাতে রক্তাক্ত করে ছিনিয়ে নিয়েছে স্বর্ণালংকার।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোহাব্বত চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
আহত গৃহকর্ত্রী জিন্নাত হাবিবা (৪৫) মোহাব্বত চৌধুরীর স্ত্রী ও ডুলাহাজারা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল এহেসান চৌধুরীর ছোটবোন।
ঘটনা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় অপরিচিত তিন যুবক অস্ত্রসহ বাড়িতে ঢুকে পড়ে। তাদের সাথে থাকা আরো ৩/৪ জন দুর্বৃত্ত বাইরে অবস্থান করছিল। প্রথমে তারা গৃহকত্রী জিন্নাত হাবিবাকে বন্দুকের বাট দিয়ে মাথায় সজোরে আঘাত করে ছিনিয়ে নেয় স্বর্ণের চেইন ও কানফুল। রক্তাক্ত মায়ের চিৎকার শুনে দুই মেয়ে এগিয়ে এসে তারাও আর্ত চিৎকার করতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে আসার বিষয় টের পেয়ে দুর্বৃত্তরা তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে। প্রসঙ্গতঃ ঢেমুশিয়া থেকে এসে হালকাকারা (জালিয়া পাড়া) স্কুল সংলগ্ন এলাকায় জমি কিনে বাড়িতে সপরিবারে বসবাস করেন মোহাব্বত চৌধুরী।
এলাকার সচেতন মহলের অভিমত, চকরিয়া পৌরসভার এই ২নং ওয়ার্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটছে। এখানে চলছে ডাকাতি, হত্যা, পুলিশের হাত থেকে আসামি ছিনতাইসহ বিভিন্ন আইন বিরোধী কার্যক্রম। এ নিয়ে অ-নিরাপত্তায় দিন কাটাচ্ছে স্থানীয় জনগণ।
এ বিষয়ে চকরিয়া থানার উপপরিদর্শক মঈন উদ্দিন জানান, খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে ফোর্স সহ আমরা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতের পরিস্থিতি পরিদর্শন করি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-