নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ সৈয়দ হোসেন নামক এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
১৭ই ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) উখিয়া থানা পুলিশের এসআই আল আমিন ও এএসআই আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এতে ৩ হাজার ইয়াবাসহ বালুখালী ছাড়া গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে মোঃ সৈয়দ হোসেনক (৩৫) আটক হয়। সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ইয়াবা ব্যবসা চালিয়ে আসত বলে স্থানীয় সূত্রে জানা যায়।
বিষয়টির নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোর্শেদ বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-