উখিয়া প্রতিনিধি •
কক্সবাজারের উখিয়ায় ঝুলন্ত অবস্থায় সাবেকুন নাহার (২২) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, বিয়ের পর থেকেই তাকে যৌতুকের জন্য নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। সমাধান করতে এলাকায় হয়েছিল সালিশও।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী বানু বাপেরখিল এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাবেকুন নাহার বালুখালী কাস্টম এলাকার আবদুল হামিদের মেয়ে এবং পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার জাফর আলমের ছেলে নুর হোসাইনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় রুমে সাবেকুন নাহারের লাশ দেখতে পায়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। এ ব্যাপারে এলাকায় বিচার সালিশও হয়েছিল। তাই আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক মনে করছেন তারা।
পারিবারিক সূত্রে জানা গেছে, নুর হোসাইনের সাথে প্রেমের সম্পর্ক ছিল সাবেকুন নাহারের। পরে পারিবারিকভাবে দেড় মাস আগে দু’জনই বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করে। দেড় মাস পার না হতেই সাবেকুন নাহার রহস্যজনক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
নিহতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, আমার বোন আত্মহত্যা করার মতো এমন কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য ফজল কাদের ভুট্টু বলেন, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা ঘটনাটি ঘটেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সনজুর মোরশেদ বলেন, বালুখালী থেকে এক নববধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-