নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে হাফেজ আহমদ (৩৫) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
১৬ ফেব্রুয়ারি রাত দেড়টায় তাকে গ্রেফতার করা হয়।
ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান,আরও আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-