আমি নিম্ন স্বাক্ষরকারী শাহেদা ফারভিন পিতা:-মৃত এজাহার মিয়া,
মাতা:-মনোয়ারা বেগম।
টেকনাফ সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড নাজিরপাড়া।
আমি পেশায় একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইটার।
বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের অধিনে টেকনাফ উপজেলার অন্তর্গত সদর ইউপি নাজিরপাড়া এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছি।
গত ৩০/১/২০২২ জানুয়ারী বিকাল সাড়ে তিনটার দিকে আমার স্কুল ও কলেজের সনদসহ চাকরীর কাগজপত্রের অর্জিনাল কপি গুলো একটি ফাইল বন্ধি করে ফটোকপি প্রয়োজন হওয়ায় বাড়ী থেকে অটোরিক্সা যোগে টেকনাফ বাজারের উদ্দেশ্যে রওয়ানা হই। এরপর বাজার আসার সময় প্রতিমধ্যে ফাইলের মধ্যে রক্ষিত আমার স্কুল,কলেজের অর্জিনাল সার্টিফিকেটসহ চাকরী জিবনের প্রয়োজনী কাগজপত্র গুলো হারিয়ে গেছে।
পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়া কাগজপত্র গুলোর মধ্যে রয়েছে।
চাকরীর নিয়োগ পত্রের কপি,
চাকরীর যোগদান পত্রের কপি, জীবন বৃত্তান্তের কপি,
সরকারী চাকরী জন্য প্রার্থীর স্বাস্থ্য বিষয়ক সার্টিফিকেট,
কম্পিউটারে অবিজ্ঞতার সার্টিফিকেট,
জেএসসি,এসএসসি,
এইচএসসি পরিক্ষায় উর্ত্তিন্ন হওয়ায় সার্টিফিকেট,
যার রেজি:-নং ১০১৪০৮৮০৭৪।
জন্ম সনদ, নাগরিক সনদ, প্রত্যায়ন পত্রের মুলকপিসহ আরো বেশ কয়েকটি মুল্যবান কাগজপত্র হারিয়ে গেছে।
অবশেষে উক্ত কাগজ পত্র হারিয়ে যাওয়ার সত্যতার বর্নানার উল্লেখ্য করে গত ১৬ ফেব্রুয়ারী টেকনাফ মডেল থানায় একটি সাধারন ডায়রী করি যার জিডি নং-৮৭৬।
বি:-দ্র:-যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার হারিয়ে যাওয়া কাগজপত্র গুলো পেয়ে থাকেন, তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
অনুরোধ ক্রমে:-শাহেদা ফারভিন নাজিরপাড়া টেকনাফ সদর ইউপি ৮ং ওয়ার্ড।
মোবাইল নং-০১৮৭৮-৩১৯৬৮৪।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-