বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রমরমা মাদক ব্যবসা

ডেস্ক রিপোর্ট •

 

কুমিল্লায় বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে জমজমাট মাদক ব্যবসা চালিয়ে আসছেন মনির হোসেন নামের এক মাদক ব্যবসায়ী। মনির হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের গাছতলা বাড়ি এলাকার বাসিন্দা।

গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মনির হোসেন। পরে তার বসত ঘর থেকে ১৮১৫ পিস ইয়াবা এবং ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায়ী মনির হোসেনের স্ত্রী জেসমিন আক্তারকে মাদক ব্যবসায় সহযোগিতা করার অপরাধে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান ও বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ।

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মূলহোতা মনির হেসেন টাস্কফোর্স টিমের গতিবিধি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মনিরকে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর