ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১লাখ ৬৯হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) রাতে দেড়টায় বিপুল ইয়াবার চালান উদ্ধার সহ রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৮এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন তত্বাবধানে সঙ্গীয় ফোর্সরা ক্যাম্প-১০ এর জি-১৬ ব্লকের মীর আহমদের ছেলে সাদেকের বসতঘরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান,গ্রেফতার সাদেক এর বসতঘরে বিশাল ইয়াবার চালান মজুদ আছে এরকম আগাম তথ্য ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় সাদা পোষাকে অবস্থান নিয়ে রাত দেড়টায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-