টেকনাফে ২ কোটি ৩৮ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের টেকনাফে ৭৯ হাজার ২০০ ইয়াবাসহ মো. আইয়ুব (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার আইয়ুব মহেশখালীর চরপাড়ার মৃত কাছিমের ছেলে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় টেকনাফ-কক্সবাজার সড়কের ফেয়ারিঘাট ব্রিজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবা এনে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের জন্য টেকনাফে মজুর রেখেছে কিছু মাদক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৩টায় টেকনাফ-কক্সবাজার সড়কের ফেয়ারিঘাট এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় ২০ হাজার ইয়াবাসহ মো. আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে একটি বাড়ির মাটির নিচ থেকে ৫৯ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৩৮ লাখ টাকা। গ্রেপ্তার আইয়ুবকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর