নিজস্ব প্রতিবেদক •
রামু উপজেলার ফতেখাঁরকুলের হাইটুপি এলাকা থেকে অবৈধ কাঠভর্তি একটি ড্রাম ট্রাক আটক করেছে বন বিভাগ। যার নং- চট্র-মোট্রে শ-১১-০০৬৯।
গত শনিবার (১২ ফেব্রয়ারী) অভিযানটি চালানো হয় বলে জানান কক্সবাজার উত্তর বন বিভাগের স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী।
তবে, পাচারে জড়িত ট্রাক চালক-হেলপার ও কাঠ মালিক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি তারা।
অবৈধ ডাম্পারের মালিকের নাম আশিক নেওয়াজ। তিনি রামু হাইটুপি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছে, ঈদগড়-বাইশারী-গর্জনিয়া সড়কে গাছ পাচারের সক্রিয় সিন্ডিকেট রয়েছে। তাদের হাতে ধ্বংস হচ্ছে বনজ সম্পদ ও বনভূমি।
বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, বনের গাছ গাছালি পাচারের সিন্ডিকেটের অন্যতম হচ্ছেন আশিক নেওয়াজ। দীর্ঘসময় ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবারই প্রথম ধরা পড়লো অবৈধ গাছভর্তি তার ডাম্পারটি। ট্রাক ও গাছগুলো কক্সবাজার উত্তর বন বিভাগের হেফাজতে রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন একেএম আতা এলাহী।
বনজ সম্পদ রক্ষায় সবমহলের সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-