উখিয়া উপজেলা ছাত্রদলের প্রতিনিধি সভা সম্পন্ন, প্রধান অতিথি ছিলেন শাহ্জাহান চৌধুরী


প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, উখিয়া উপজেলা শাখার প্রতিনিধি সভা রবিবার(১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজাপালংস্থ শাহজাহান চৌধুরীর বাসভবনে সম্পন্ন হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপি সভাপতি, উখিয়া-টেকনাফের সাবেক এমপি ও হুইপ শাহজাহান চৌধুরী বলেন, “ছাত্রদল জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই প্রথম এদেশের স্বাধীনতা ঘোষণা করে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উজ্জীবিত করেছিলো। ছাত্র, যুবকরাই মুক্তিযুদ্ধ সহ সব ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য প্রস্তুত থাকতে হবে। উখিয়ার প্রত্যেক ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করে তুলতে হবে।”

উপজেলা ছাত্রদলের আহবায়ক জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, যুবদলের আহবায়ক এম.সাইফুর রহমান সিকদার, সদস্য সচিব খাইরুল আমিন, যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সিরাজী আপেল, আজফার সাবিত চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, রিদুয়ানুর রহমান বাপ্পী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের গত নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাদমান জামি চৌধুরী।

এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ওমর ফারুক, সদস্য নুরুল আলম ওয়াহিদ, জিয়াউল করিম রিয়াদ, রত্নাপালং’র সভাপতি মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক আজিজ, হলদিয়াপালং দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উত্তরের সভাপতি ফয়সাল উদ্দিন ডালিম, জালিয়াপালং উত্তরের সভাপতি শাহ কামাল সালু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রাজাপালং উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, দক্ষিণের সভাপতি আহমদ উল্লাহ রিয়াদ, সাধারণ সম্পাদক মোঃ রফিক, পালংখালীর সভাপতি মোঃ রিদুয়ান, সাধারণ সম্পাদক জুবাইর ইবনে বাপ্পী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ওমর ফারুক বাপ্পীসহ প্রমূখ বক্তব্যে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা করেন।

ছাত্রনেতা আবু তাহেরের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিনিধি সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান ও যুগ্ন-আহবায়ক আলী হোসাইন সুমন।

আরও খবর