৭ ভাই-বোনকে চাপা দেওয়া সেই চালক ৩ দিনের রিমান্ডে

চকরিয়া প্রতিনিধি •

কক্সবাজারের চকরিয়ায় সাত ভাই-বোনকে চাপা দেওয়া পিকআপচালক সাহিদুল ইসলাম সাইফুলকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালাত। চকরিয়া উপজেলা হাকিম আদালতের বিচারক রাজীব কুমার দেব এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ রবিবার দুপুরে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয় সাইফুলকে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সাইফুলের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল হোসেন বলেন, ‘পিকআপচালক সাইফুলকে শুক্রবার রাতে র‌্যাব ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তারের পর শনিবার রাতে আমাদের কাছে হস্তান্তর করে। আজ রবিবার দুপুরে আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গ্রেপ্তার পিকআপচালক সাহিদুল ইসলাম সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগাড়া এলাকার মো. আলী জাফরের ছেলে।

গত ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে ধর্মীয় আচার হিসেবে ‘দণ্ডি’ দিতে যান প্রয়াত সুরেশ চন্দ্র শীলের ৯ পুত্র-কন্যা। ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় পাশে দাঁড়ানো অবস্থায় সাত ভাই-বোনকে দ্রুতগতিতে এসে চাপা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলে চার ভাইয়ের এবং পরে হাসপাতালে আরেক ভাইয়ের মৃত্যু হয়।

ঘটনায় আহত অন্য ভাই রক্তিম শীল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে এবং বোন হীরা শীল মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন।

আরও খবর