নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারে ট্রাফিক সেবা বৃদ্ধিতে যুক্ত হল ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহার। ট্রাফিক পুলিশের শরীরে লাগানো বিশেষ এই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক পুলিশের পাশাপাশি উপকৃত হবেন সেবাগ্রহণকারীরা। অত্যাধুনিক এই ক্যামেরার মাধ্যমে দেখা যাবে সেবাগ্রহণকারী ও ট্রাফিক পুলিশের গতিবিধি।
জেলায় সংশ্লিষ্ট দপ্তর থেকে এসব ক্যামেরা নিয়ন্ত্রন করা হবে বলে জানান কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
ট্রাফিক বিভাগের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলাতলী হাঙ্গর চত্তরে ‘বডি ওর্ন ক্যামেরা ব্যবহার’ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।
তিনি আরো বলেন, এই ক্যামরার মাধ্যমে ট্রাফিক বিভাগ আরো একধাপ এগিয়ে গেছে। এর ফলে ট্রাফিক পুলিশের সঠিকভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা যাবে। পাশাপাশি দেখা যাবে সেবাগ্রহণকারীরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেবা গ্রহণ করছে কিনা।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, জেলা ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম রকিবুর রাজা, টি আই প্রশাসন আমজাদ হোসেন, টিআই সদর এসএম শওকত হোসেন সহ অন্যান্যরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-