অনলাইন ডেস্ক •
স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার তাম্বুলদহের হরিণদা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতের নাম একতার শেখ (৪৫)। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। ২১ বছর আগে হরিণদা এলাকায় কাজের সূত্রে এসে মারজান শেখ নামে এক যুবতীকে বিয়ে করেন তিনি। সংসারে তাদের দুই পুত্র সন্তানও রয়েছে।
একতারের বড় ছেলে কলকাতায় কাজ করেন। ছোট ছেলে থাকে মামার বাড়িতে। এরই মধ্যে বন্ধু এনামুল হকের সঙ্গে পরিচয় হয় একতারের স্ত্রী মারজানের।
একতার ও এনামুল ছোট বেলা থেকেই একে অপরের বন্ধু। সেই সূত্রেই একতারের জীবনতলার বাড়িতে এনামুলের যাতায়াত ছিল। এই ভাবেই ধীরে ধীরে বন্ধুর স্ত্রী মারজানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একতারের বাড়িতে এসেছিলেন এনামুল। সেই সময় বাড়ি ছিলেন না একতার। পরে বাড়ি ফিরে স্ত্রী ও বন্ধুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তিনি। এর পরেই বাড়িতে অশান্তি শুরু হয়।
পুলিশের ধারণা, বিবাহবহির্ভূত সম্পর্কে প্রতিবাদ করায় একতারকে গলা টিপে বালিশ চাপা দিয়ে খুন করেন তার স্ত্রী ও এনামুল।
ঘটনার তদন্তে নেমে তাদের গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-