বিশেষ প্রতিবেদক •
কক্সবাজার শহরতলীর দরিয়ানগরে ছোট ভাই-বোনের সঙ্গে খেলাচ্ছলে আত্মহত্যার অভিনয় করে দেখাতে গিয়ে সালমা নামের এক কিশোরীর গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দরিয়ানগর বড়ছড়া আশ্রয়ণ কেন্দ্র সংলগ্ন ইমাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম(১৩) ওই এলাকার ইমাম হোসেন প্রকাশ পণ্ডিত ইমাম হোসেনের মেয়ে।
নিহত কিশোরীর পিতা ইমাম হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকালে কিশোরী সালমাসহ পরিবারের ছোট শিশুদের বাড়িতে রেখে তিনি স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতের সবজি ক্ষেতে কাজ করতে যান। দুপুর একটার সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে আত্মীয়স্বজনেরা তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি অভিনয় দেখাতে গিয়ে মেয়েটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-