মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
গত ৮ ফেব্রুয়ারী ডুলাহাজারার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ভাই এর পরিবারকে সার্বিক সহায়তার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করা হয়েছে। সহসায় এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
পিতার শ্রাদ্ধানুষ্ঠান শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৫ ভাইয়ের পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম নিহতদের স্বজনদের এ কথা জানান।
বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী তিনি ডুলাহাজারার সগীর শাহ কাটা গ্রামে গিয়ে নিহতদের স্বজনদের সাথে সাক্ষাত করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। এমপি জাফর আলম নিহতদের বাড়িতে গেলে সেখানে স্বজনদের গগনবিদারী আর্তনাদে আকাশ বাতাস কেঁপে ওঠে। এসময় এমপি জাফর আলম এর সাথে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সড়ক দুর্ঘটনায় অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) এবং চম্পক শীল (৩০) ঘটনাস্থলে এবং আরেক ভাই সরণ শীল (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা ৫ জনই ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের সন্তান। ১০ দিন আগে মৃত্যুবরন করা পিতার পূজো দিয়ে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের সন্নিকটে হাসিনা পাড়াস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাড়িয়ে ছিলেন। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এ সড়ক দুর্ঘটনায় গুরতর আহত তাদের আরেক ভাই রক্তিম শীল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-