রাজু দাশ, চকরিয়া •
চট্টগ্রাম- কক্সবাজারের চকরিয়া মহাসড়কে মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। দিনের পর দিন দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই ঝরছে বহু তাজা প্রাণ। খালি হচ্ছে হাজারো মায়ের বুক। প্রিয়জন হারানোর কষ্টের কোনো বর্ণনা হয় না। যে হারায় কেবল সেই বোঝে।
একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বছরের পর বছর ধরে তিলে তিলে গড়ে তোলা ফুলের মতো সাজানো সংসার মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে মৃণালিনী সুশীল শোকে পাগলপ্রায়। কোনো সান্ত্বনায় মায়ের আহাজারি থামাতে পারছে না। তার চিৎকার আর বুকফাঁটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। সান্ত্বনা দেয়া মানুষগুলোও নীরবে অশ্রু ফেলছে।
উল্লেখ্য, মৃণালিনী সুশীলের স্বামী সরোজ সুশীল গত ১১ দিন আগে মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার ভোর পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাসিনাপাড়া গ্রামের সরোজ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়ে সহ পরিবারের ৯ জন পিতার কোড়কর্ম এবং বুধবার শ্রদ্ধানুষ্ঠান। ধর্মীয় রীতিনুযায়ী করতে হাসিনাপাড়াস্থ রাস্তার মাথায় যায়। ওখানে অনুষ্ঠান শেষে তারা রাস্তার পারাপারে জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রতগামী পিকাআপ এসে তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ সহোদরের মৃত্যু হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-