ডেস্ক রিপোর্ট •
লোহাগাড়ায় ৭ হাজার পিস ইয়াবা নিয়ে ৩ জনকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
আটককৃতরা হলো,বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উত্তর ঘুমধুম বড়বিল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো: সালামুল্লাহ (২০), কক্সবাজারের উখিয়া রত্নাপালং ভালুকিয়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে মো: সিরাজ (২০) ও কুমিল্লার বরুড়া এলাকার মৃত আব্দুল মুমিনের ছেলে আব্দুল কাদের প্র: জিলানী (৩৪)।
গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-