কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপচালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শাফায়েত হোছাইন জানান, ঘটনার দিন সন্ধ্যার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকা থেকে দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক এখন পর্যন্ত পলাতক রয়েছেন।
এদিকে নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান চেকগুলো হস্তান্তর করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় ক্ষৌরকর্ম করে পিতৃশশ্মানে পূজা-প্রণাম করতে যান ৯ সন্তান। ফেরার সময় মহাসড়কে পিকআপচাপায় তাদের চার ভাইয়ের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। আহত তিন জনের মধ্যে দুই ভাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে আরেক ভাই মারা যান।
একই দিন সন্ধ্যায় নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঘটনার এক দিন অতিবাহিত হলেও পরিবারে সদস্যদের কান্নার রোল থামছে না। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চলছে মাতম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-