কক্সবাজার জার্নাল ডেস্ক:
দেখে মনে হবে কোনো যুদ্ধক্ষেত্র। একসঙ্গে দুর্ঘটনার শিকার অন্তত ৩১টি গাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় জার্মানিতে ঘটে এমন দুর্ঘটনা।
এই দুর্ঘটনায় ট্রাক ড্রাইভারসহ আহত হয়েছেন আরও ৩ জন। এরইমধ্যে ৫০ বছর বয়সী তুর্কি ট্রাক চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক।
পুলিশের বিবৃতি উল্লেখ করে জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাভারিয়ান শহরে ট্রাফিক আইন অমান্য করে ট্রাকটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে আরও বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে একে একে দুর্ঘটনার কবলে পড়ে ৩১টি গাড়ি। কয়েকটি গাড়ি আবার পাশের একটি ভবনে ধাক্কা দেয়। এতে ভবনের একাংশ ও একাধিক গাড়িতে আগুন লেগে যায়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তার স্বার্থে বাড়িটি খালি করা হয়েছে।
যমুনা অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-