গিয়াস উদ্দিন ভুলু:
র্যাব-১৫ সদস্যদের অভিযানে টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকার মাদক কারবারী সিদ্দিক র্যাবের হাতে আটক হয়েছে।
এসময় তার কাছ থেকে ১০ হাজার,২,৫০ পিস ইয়াবাও উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
৯ ফেব্রুয়ারি (বুধবার)
সকালে অভিযানটির সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ কর্মরত সহকারী পুলিশ সুপার মো:বিল্লাল উদ্দিন জানান,টেকনাফের হোয়াইক্যং র্যাব-১৫ ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের একটি দল ৯ ফেব্রুয়ারী দিবাগত রাতে টেকনাফ পৌরসভা কলেজপাড়া হাইস্কুল গেইট এলাকা থেকে ইয়াবা ভর্তী একটি শপিং ব্যাগসহ
পৌরসভা ৫নং ওয়ার্ড এলাকার নুর সালাম’র পুত্র মো:সিদ্দিক (৪০)কে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-