মুহিবুল্লাহ মুহিব •
বাবার শ্রাদ্ধের আগের দিনের কাজে মন্দিরে যাওয়ার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আরও এক ভাইয়ের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
আইসিইউ ইউনিটের চিকিৎসক মো. মাসুদ স্মরণ শীলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাড়ে ৩টার দিকে স্মরণের মৃত্যু হয়। তার আরেক ভাই রক্তিম শীলের অবস্থাও সংকটাপন্ন। তিনি চট্টগ্রাম মেডিক্যালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি। তাদের আহত বড় বোন হিরা শীল চকরিয়া ডুলাহাজরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় পিকআপ ভ্যানের চাপায় নিহত হন চার ভাই।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন জানান, ১০ দিন আগে মালুমঘাটের সুরেশ শীলের মৃত্যু হয়। তার আট ছেলে ও দুই মেয়ে। এক ছেলে আগেই মারা গেছেন।
বুধবার সুরেশের শ্রাদ্ধ করা হবে। এর আগের দিনের কাজের জন্য সাত ছেলে ও এক মেয়েসহ পরিবারের নয় জন সদস্য সকালে ফকিরশাহ হাসিনাপাড়ার তিনরাস্তার মন্দিরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে তিন ভাইয়ের মৃত্যু হয়। আহত চারজনকে চকরিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক ভাইকে মৃত ঘোষণা করেন।
পরে আহত দুই ভাইকে চট্টগ্রাম মেডিক্যালে ও বোনকে ডুলাহাজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-