ডেস্ক রিপোর্ট •
বগুড়ার আদমদীঘি উপজেলায় দুই বোনকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে তাদের দুই প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার হওয়া দুজন আপন চাচাতো বোন।
গ্রেফতারকৃতরা হলেন- ঐ উপজেলার বিহিগ্রাম বাপিহারপাড়ার শহিদুল ইসলামের ছেলে সিহাব ও ইসমাইল হোসেনের ছেলে মিন্টু। রোববার রাতেই তাদের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার এক তরুণীর বাবা। সোমবার সকালে গ্রেফতারকৃত শিহাব ও মিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার রাতে ঐ দুই তরুণীর শ্লীলতাহানি এবং বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে দুই যুবককে তাদের প্রেমিকার ঘর থেকে আটক করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাতে চাচাতো দুই বোন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ১০টার দিকে সিহাব ও মিন্টু কৌশলে ঘরে প্রবেশ করে দুই বোনের শ্লীলতাহানি করে। ঐ সময় তাদের স্বজনরা সিহাব ও মিন্টুকে আটক করেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন- এর আগে বিয়ের প্রলোভনে একাধিকবার তাদের সঙ্গে ঘনিষ্ট হয়েছে সিহাব ও মিন্টু।
আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন জানান, প্রেমিকার ঘরে ঢুকতেই দুই যুবককে আটক করে থানায় খবর দেয় স্বজনরা। পরে শনিবার রাতেই ভুক্তভোগী দুই বোনের ঘর থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগীর বাবা।
তিনি আরো জানান, ঐ মামলায় দুই যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী দুই তরুণীর মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-