চট্টগ্রাম •
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘুমন্ত অবস্থায় ভাই ও বোনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালীর সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘরপাড়া আবদুস ছমদ মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই শিশুদের মা ঘটনার আগে বাইরে থেকে দরজা বন্ধ করে পাশের বাসায় গিয়েছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলো- একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুহাম্মদ মিনহাজ (১২) ও মেয়ে রুহি মনি (০৩)।
এলাকাবাসী জানান, রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা ইদ্রিসের ছেলে ও মেয়ে আগুনে পুড়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিশুদের মা ঘটনার আগে বাইরে থেকে দরজা বন্ধ করে পাশের বাসায় গিয়েছিলেন। ভাইবোন তখন ঘরে ঘুমাচ্ছিল। এর মধ্যেই ঘরে আগুন লেগে ঘুমন্ত ভাইবোনের মৃত্যু হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বসতঘরে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি মর্মান্তিক। মরে যাওয়া দুই শিশু সম্পর্কে ভাই বোন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-