মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিতা মৃত্যুর দশদিনের অন্ত্যোষ্টিক্রিয়া শেষে ফেরার পথে পিকআপ চাপায় একই পরিবারের ৪ ভাই নিহত হয়েছে। গুরুতর আহত ৩ ভাইবোনের একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারী) ভোর ৫ টার দিকে উপজেলার মালুমঘাট স্টেশনের উত্তর সংলগ্ন নার্সারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের (১নং ওয়ার্ড) হাসিনা পাড়া নামক এলাকার মৃত সুরেশ চন্দ্র সুশীলের পুত্র ডাঃ অনুপম সুশীল (৪৬), তার ভাই নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫) ও চম্পক সুশীল (৩০)।
আহত তিন জনের মধ্যে বোন ইরা সুশীল (৩৭) কে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও দুই ভাই রক্তিম সুশীল (৩২) ও স্মরণ সুশীল (২৮) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৎমধ্যে রক্তিমের অবস্থা সংকটাপন্ন বলেও জানা গেছে।
নিহত পরিবারের লোকজন জানায়, হতাহতদের পিতা সুরেশ চন্দ্র সুশীল গত দশদিন আগে মারা যান। সোমবার ভোরে তার ৯ সন্তান বাবার অন্ত্যোষ্টিক্রিয়া শেষে ফেরার সময় কক্সবাজার অভিমুখী একটি তরকারি বহনকারী পিকআপ তাদের চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ ভাইকে মৃত ঘোষণা করেন। আহত বোন ইরা সেখানে চিকিৎসাধীন রয়েছে এবং গুরুতর আহত দুই ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মোঃ শাফায়েত হোসাইন জানান, মালুমঘাট বাজার সংলগ্ন এলাকায় মহাসড়ক পারাপারের সময় গাড়ি চাপায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-