টেকনাফে মাটির গর্ত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারী মুন্না আটক!


গিয়াস উদ্দিন ভুলু:
টেকনাফে পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজার বস্তাসহ এক কারবারীকে আটক করেছে।
আটক ব্যক্তি হচ্ছে টেকনাফ সদর ইউপি দক্ষিন লেংগুরবিল এলাকার এখলাস মিয়ার পুত্র নুরুল ইসলাম প্রকাশ মুন্না(৩৫)।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান,
গোপন সংবাদের তথ্য অনুযায়ী থানায় কর্মরত এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ৭ ফেব্রুয়ারী (সোমবার) দিবাগত ভোর রাত সাড়ে তিনটার দিকে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিন লেংগুরবিল এলাকার আটক মাদক কারবারীর বসত ভিটা তল্লাশী করে মাঠির মধ্যে গর্ত করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বস্তাভর্তি ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় উদ্ধারকৃত গাঁজার মালিক নুরুল ইসলাম মুন্নাকে আটক করে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে কক্সবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারবারে প্রেরন করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।####

আরও খবর