বিশেষ প্রতিবেদক •
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একটি ঘরের মেঝে খুঁড়ে প্রায় ২ লাখের বেশি ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে মোহাম্মদ হাছান নামে একজনকে।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আজ রোববার সন্ধ্যায় গোপন সূত্রে ইয়াবা মজুদের তথ্য পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাটি খুঁড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বাড়িতে থাকা হাছানকে আটক করে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা মজুদের কথা হাছান স্বীকার করেছেন আসামি
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-