উখিয়া প্রতিনিধি •
কক্সবাজারের উখিয়ায় লম্বাশিয়া ক্যাম্প থেকে ৩ হাজার ৬০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ এপিবিএন। আটককৃতরা হলেন- ১৩ নম্বর ক্যাম্পের মৃত আব্দুস শফির ছেলে জিয়াউর রহমান (২০) ও মৃত আসাদুজ্জামানের ছেলে মাহমুদুর রহমান (২২)।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন লম্বাশিয়া পুলিশ ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
১৪-এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক জানান, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ১৩ নম্বর ক্যাম্পের-১ ইস্ট/২ সি- ব্লক থেকে ৩ হাজার ৬০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-