টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে শাহপরীরদ্বীপে দুই হাজার ২শ পিসসহ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডাঙ্গর পাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়ার মোঃ লাল মিয়ার ছেলে আব্দুল হাশেম (২৯) ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড কচুবনিয়া এলাকার মোঃ সুলতান আহমদের ছেলে আলী আহম্মদ (২৬)।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, টেকনাফ শাহপরীরদ্বীপ ফাঁড়ির পুলিশ এস.আই মো. নূরে আলম ও এএসআই মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউপিস্থ শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া ৮নং ওয়ার্ডে অবস্থিত ধৃত আসামির আব্দুল হাশেমের বসত ঘরে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের হেফাজতে থেকে ২ হাজার ২০০পিস ইয়াবা, যার ওজন ২০৫ গ্রাম, মূল্য অনুমান ৬ লক্ষ ৬০ হাজার টাকা। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতের পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-