কক্সবাজারে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার পৌরসভায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ২ মাদক পাচারকারীকে ৩ হাজার ২শত ৮০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর৷

শুক্রবার ৪ ফেব্রুয়ারি পৌরসভার বাহারছড়া আরআরআরসি অফিসের পাশে এবং নতুন বাহারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়৷

আটককৃত আসামীরা হলেন,বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আব্দুল গনির ছেলে মোঃ শফিউল্লাহ (৪৫) ও কক্সবাজার সদরের বাহারছড়া এলাকার মৃত আবু সৈয়দের ছেলে সামসুল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএনসি জেলা অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম৷

তিনি জানান, জেলা ডিএনসির একটি চৌকস টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া আরআরআরসি অফিসের পাশে অভিযানে গেলে মোঃ শফিউল্লাহ নামে এক মাদককারবারীকে ২ হাজার ৮ শত পঞ্চাশ পিস এবং নতুন বাহারছড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সামসুল আলম নামে আরেক মাদককারবারীকে ৪৩০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়৷

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান মোহাম্মদ নুরুল আলম৷

আরও খবর