৬ ও ৭ ফেব্রুয়ারি দুইদিনের জন্য বাঘাইছড়ির সাজেক পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলার বাঘাইছড়িতেও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাঘাইছড়ি এবং সাজেকে পর্যটকবাহী সকল ধরনের যানবাহন বন্ধ এবং পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বাঘাইছড়ির সাজেকের সকল পর্যটন স্পট বন্ধ থাকবে।
তিনি বলেন, ইতিমধ্যে আমরা প্রশাসন থেকে সাজেকের সকল রিসোর্ট মালিকদেরকে ৬ ও ৭ ফেব্রুয়ারি দুইদিনের জন্য পর্যটকদের রিসোর্ট বুকিং নিতে নিষেধ করা হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-