কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজারের রামুতে ৮০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের বীরচন্দ্র নগরের মমতাজের ছেলে মোঃ ওয়াসিম আকরাম (৩০), একই ওয়ার্ডের মৃত নাজমুল হাসানের ছেলে মোঃ নাইম হাসান (২০), একই উপজেলার গোলপাশা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ অহিদ মিয়া (২৮) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার রায়শ্রী ইউনিয়ন ২নং ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ কামরুল ইসলাম ড্রাইভার (৪০)।
তিনি জানান, র্যাব গোপন সূত্রে জানতে পারে কুমিল্লা থেকে একটি বড় মাদকের চালান প্রাইভেট কার যোগে কক্সবাজার আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস দল রামু নাহার পেট্রোল পাম্পের চেকপোস্ট স্থাপন করে একটি প্রাইভেট কার থেকে স্বাক্ষীদের সম্মুখে ৮০ কেজি গাজা, ৯৫ বোতল ফেনসিডিল সহ চারজনকে আটক করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য রামু থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-