আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় র্যাবের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫।
গতকাল ২ ফেব্রুয়ারী (বুধবার) রাত সাড়ে ১১টার উপজেলার পালংখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) বিল্লাল উদ্দিন কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করে জানান,
র্যাবের চৌকস আভিযানিক দল পালংখালী বাজারস্থ তাজমান মডেল ফার্মিসির সামনে কক্সবাজার-টেকনাফ রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করে। এসময় তাদের কাছে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।
আটককৃতরা হলেন, টেকনাফের হােয়াইক্যংয়ের উলুবনিয়া এলাকার মীর কাশেমের ছেলে রুহুল আমিন ও উখিয়ার পালংখালীর মােছারখােলা এলাকার তৈয়ব আলীর স্ত্রী খালেদা বেগম।
তিনি আরও বলেন, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত।
এদিকে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-