চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৮) মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ফেসবুক লাইভে এসে আত্মহত্যার আগে তিনি এই সুইসাইড নোট লিখেছিলেন।
ডিএমপির রমনা বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সুইসাইড নোটে মহসিন তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তিনি লিখেছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
এছাড়া তিনি লিখেছেন,ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, আবু মহসিন খানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে।।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-