দুবাই থেকে ফিরল হাসি-খুশিতে, বাড়ি আসলো লাশ হয়ে

পটিয়া প্রতিনিধি •

পরিবারের আর্থিক সচ্ছলতা ও জীবনের গতিপথ বদলাতে দীর্ঘ ২৫-৩০ বছর প্রবাস জীবন যাপন করছেন সাবেক ফুটবলার পটিয়ার প্রবাসী গিয়াস উদদৌলা আজাদ। দুবাই প্রবাসী আজাদ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থাকার সুবাদে প্রতি দুই তিন বছর পর পর মাতৃভূমির টানে ছুটে আসতেন।

এবার দেশের টানে ছুটে আসলেও পটিয়ার নিজ ভূমে ফেরার পূর্বেই বিমানবন্দর ত্যাগ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বাড়ি ফিরলেন লাশ হয়ে।

আজাদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফ্লাইটযোগে চট্টগ্রাম বিমান বন্দরে আসেন দুবাই প্রবাসী গিয়াস। শারীরিকভাবে অসুস্থ বোধ করলে উপস্থিত তার স্বজনরা দুপুর সাড়ে ১২টায় তাকে নিয়ে যায় নগরীর মেট্টোপলিটন হাসপাতালে। সেখানে চিকিৎসার উদ্দেশ্যে লিফটে উঠতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় পটিয়া বাদ্রার্স ইউনিয়নের সাবেক ফুটবলার গিয়াস উদদৌলা আজাদ।

আজাদ পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী কাজী পাড়া গ্রামের চিকন কাজী বাড়ির মৃত মুজিব উদদৌলা মোহনের পুত্র। তার এমন মৃত্যুর সংবাদে পরিবার পরিজন ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার রাত ৯টায় পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও খবর