আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইসের চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রবিবার (৩০ জানুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার পালংখালী ইউপি’র বালুখালী কাটাপাহাড় নামক স্থানে রােহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের লিডার নবী হােসেনের একটি আস্তানায় কমান্ডাে রেইড (হানা) পরিচালনা করে উচ্চমূল্যের এই মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হননি।
আইস উদ্ধারের ঘটনায় আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির।
তিনি বলেন, গতকাল রাতে তাঁরা খবর পান, কতিপয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) নিয়ে মায়ানমার এবং বাংলাদেশে জিরাে লাইনে পাচারের জন্য একটি গুপ্ত ভান্ডারে জমা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির চৌকস আভিযানিক দল পালংখালী
ইউপি’র বালুখালী কাটাপাহাড় নামক স্থানে রােহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের লিডার নবী হােসেনের একটি আস্তানায় কমান্ডাে রেইড (হানা) পরিচালনাকালে সন্ত্রাসীরা বিজিবি সদস্যদের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলাগুলি শুরু করে। এমতাবস্থায় বিজিবিও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি করলে নবী হােসেন গ্রুপের সদস্যরা পার্শ্ববর্তী গােলপাতার বাগানের ভিতর দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে রােহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের লিডার নবী হােসেনের অস্তানায় তল্লাশী করে ৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য পঁয়তাল্লিশ কোটি টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-