কক্সবাজারে ৩৪টি মোবাইল সহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার জার্নাল ডটকম •

কক্সবাজারের বিভিন্ন এলাকায় মোবাইল চোর চক্রের দৌরাত্ম্য পরিলক্ষিত হচ্ছিল। এছাড়া জেলার বিভিন্ন থানায় মোবাইল চুরি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল।

এ সকল অভিযোগ এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি সংঘবদ্ধ চোর চক্রের তথ্য পাওয়া যায়।

তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫‘র একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি রাত সাড়ে ৩টায় জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মোহাম্মদ ফারুক (২৭)কে গ্রেপ্তার করে।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ব্রান্ডের মোট ৩৪টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়। এসময় ১০২টি সিম কার্ড এবং চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের নগদ ৪ লাখ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফারুক দীর্ঘদিন যাবৎ মোবাইল চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে চকরিয়া থানায় র‌্যাব বাদী হয়ে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর