মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া •
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কক্সবাজার ইউনিক পরিবহনের কাউন্টারম্যান হাফেজ শোয়াইবুল ইসলাম (২৬) নামের যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৬টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবীল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শোয়াইব একই উপজেলার খুটাখালী সাতঘড়িয়া পাড়ার মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার সেলিম উল্লাহ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার ভোরে শোয়াইব নিজ কর্মস্থল কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে পাগলিরবীল ব্রিজে গাড়ির জন্য অপেক্ষা করছিল। পরে স্থানীয় লোকজন মহাসড়ক কিনারায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়।
স্থানীয়দের ধারণা কোন ভারি গাড়ি শোয়াইবকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং তিনি ঘটনাস্থলে প্রাণ হারায়।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক টিপু রায় জানান, জরুরী নাম্বার ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। জানতে পারি কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে যুবকটি গাড়ির জন্য অপেক্ষা করছিল। পরে লাশ দেখতে পেয়ে জরুরী নাম্বারে ফোন দেয় লোকজন। তবে কি গাড়ি বা কিভাবে চাপা দিয়েছে কেউ বলতে পারেনি। এ ঘটনায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে হাফেজ শোয়াইবুল ইসলাম মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার শিক্ষাজীবন পার করা ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া আলীম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-