নিজস্ব প্রতিবেদক •
এবার জাতি ধর্ম নির্বিশেষে কক্সবাজারের চকরিয়ায় ১শ অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে হারবাং রাখাইন আদর্শ শিশু কিশলয় চত্বরে সংগঠনটির কক্সবাজার ও রামু শাখার উদ্যোগে শীতার্ত হিন্দু, বড়ুয়া, মুসলিম, রাখাইন জনগোষ্ঠীর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রয়াত: দীলিপ কুমার বড়ুয়ার স্মরণে পান্না-মান্না’র সহযোগিতায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেহরাজ উদ্দীন মিরাজ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মানবিক কর্মে সহায়তা প্রদানকারী অপর সংগঠন একইবৃন্ত শিল্প সাহিত্য পর্ষদের চেয়ারম্যান কবি নুরুল সিপার খান বলেন, প্রান্তিক হতদরিদ্র ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাবৌযুপ। তাদের সাথে সামিল হয়ে আজ নিজেকে ধন্য মনে করছি।
তিনি বলেন, মানবিক পৃথিবী গড়তে দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এতে করে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। আগামীতেও এ ধরণের মহৎ কর্মে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আওতাধীন প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প সুপারভাইজার তপন সমাদ্দার(বাপ্পী), উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, রামু উপজেলা বৌদ্ধ যুব পরিষদের সভাপতি রাসেল বড়ুয়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চকরিয়ার প্রতিনিধি মংই মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জিন্নাত আলী, অব: শিক্ষক অংকাছিন, রাশেল উদ্দিন, সিএসবি টুয়েন্টিফোর এর নিউজ রুম এডিটর বিশ্বজিৎ বড়ুয়া রকি প্রমুখ।
এর আগেও হারবাংয়ের অর্ধশত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন বাবৌযুপ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-