বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মালেকুজ্জামান মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
জানা গেছে, সন্ধ্যা ৭ট ৪০ মিনিট দিকে নামাজ পড়া অবস্থায় তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে তাকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশনে মালেকুজ্জানের প্রথম জানাজা হবে। পরে তার মরদেহ রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়ায় তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে।
পরে বেলা ১১টার সময় তিতার পাড়া কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মালেকুজ্জামানকে দাফন করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-