আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি গুলি বিনিময়ের পর বিপুল ইয়াবা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে এ ঘটনা ঘটে। এসময় ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে,কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপি’র টহল দল গোপন সুত্রে খবর পেয়ে সীমান্ত এলাকায় ফাঁদ পেতে বসেন।
বৃহস্পতিবার ২৭ জানুয়ারী দুপুর ১ টারদিকে মিয়ানমার হয়ে কয়েকজন ইয়াবা কারবারি আসতে দেখে দাঁড়ানোর সংকেত দিলে ইয়াবা কারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি বর্ষণ করে।
এসময় বিজিবিও পাল্টা গুলি করলে ইয়াবা কারবারিরা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।ফেলে যাওয়া বস্তা থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হোছাইন কবির।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-