টেকনাফ প্রতিনিধি •
অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের চার রিসোর্টকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সেন্ট মার্টিনে দায়িত্বপ্রাপ্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে আটলান্টিক রিসোর্ট ও ড্রিমস প্যারাডাইস রিসোর্টকে এক লাখ টাকা করে, ফ্রেন্ডস রিসোর্টকে ৫০ হাজার ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশ সদস্য ও পরিবেশ অধিদপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।
কক্সবাজার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম জানান, সম্প্রতি সেন্ট মার্টিনে অবৈধভাবে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে রিসোর্টগুলোতে। এতে দ্বীপের পরিবেশ ঝুঁকির মুখে পড়েছে। তাই অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-