আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সোহাগ (১৮) ২৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল (২৫ জানুয়ারি) রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মোঃ সোহাগ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পাগলির বিল এলাকার সেলিম চৌধুরী প্রকাশ সেলিম মুন্সির ছেলে।
এর আগে গত (০২ জানুয়ারি ) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময়ে মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আঘাত পান তিনি । পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে চিকিৎসার পর পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টায় দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ রায়হান বলেন, সোহাগ খুবই মিষ্টভাষী নম্র ভদ্র হওয়ায় তাঁকে সবাই আদর-স্নেহ করতেন। সদা হাস্যোজ্বল ও সকলের প্রিয় মুখ সোহাগের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নামে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ ছোট ভাইটিকে বেহেশত নসীব করুক, আমিন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-