Coxsbazarjournal.com
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মৃত ছগির আহমদের পুত্র নম্র, ভদ্র, নামাজী মুঃ ইসমাঈলের (৩২)। এলাকায় অন্যান্যদের চেয়ে সে একটু আলাদা স্বভাবের। আজানের শব্দ শুনলেই ছুটে যায় মসজিদে।
ফসলের পোকা নিধঁনের কীটনাশক ছিড়ানোর কালে ইনফেকশন হয় তার শরীরে । যা ধীরে ধীরে গুরুতর ব্যাধিতে রূপ নেয়।
পরবর্তীতে সুস্হতার জন্য কক্সবাজার, চট্টগ্রাম, রাজধানী ঢাকার নামকরা চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন ট্রিটমেন্টের পর তার অনেক টাকা খরচ হয়ে যায় এবং একটি অপারেশনে সাইড এফেক্ট বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। তার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন যা তার পরিবারের পক্ষ থেকে বহন করা সম্ভব না।
বাকরুদ্ধ, জলমগ্ন চোখ নিয়ে ঈসমাইল থাকিয়ে আছে নিকটাত্মীয়, প্রতিবেশী, আপনার, আমার দিকে একটু সহানুভূতি ও দোয়ার আশায়।
তাই সমাজের সবার কাছে ঈসমাইল ও তার পরিবারের জন্য সহযোগিতার প্রয়োজন। আর যদি সহযোগিতা পাওয়া যায় একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি ও তার পরিবার আলোর পথ দেখবে।
বর্তমানে মহামারীর সময় সবাই কোন না কোন ভাবে বিপর্যস্ত, তারপরেও আমাদের পৃথিবীতে বাঁচতে হবে একজন আরেকজনের সহযোগিতা নিয়েই ! যদি একজনের উপকারে অন্যজন হাত বাড়িয়ে এগিয়ে আসেন, মহান আল্লাহতালা আপনাদের হাতকে আরও প্রসারিত করে দিবেন ।
ঈসমাইলের জন্য দোয়া এবং চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ।
📌 সাহায্য পাঠানোর ঠিকানা
তালেব সিকদার/নাজিম চৌধুরী
বিকাশ- 01819654313 (পার্সোনাল)
বিকাশ–01815386857 (পার্সোনাল)
ব্যাংক হিসাব – 20500050201427108
নাম- রবিউল হোসাইন
ইসলামী ব্যাংক, কোটবাজার শাখা, সংক্ষেপে 14271.
যোগাযোগ: এনায়েত উল্লাহ চৌধুরী টিটু ,উত্তর স্টেশন কোটবাজার।
মোহাম্মদ সৈয়দ নুর – চৌধুরী পাড়া
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-