শ.ম.গফুর, উখিয়া :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র টহলদলের হাতে ২হাজার ২৮০ পিস ইয়াবাসহ শাহজাহান নামের এক মাদক কারবারি আটক হয়েছে।
১৯ জানুয়ারী বিকেল সাড়ে ৫ টারদিকে কক্সবাজার-টেকনাফ সড়কের বিপরীতে ঘুমধুমস্থ ইয়াহিয়া রাবার বাগান সংলগ্ন স্থানে অভিযানে নামেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সোহেল রানার নেতৃত্বে এস আল আমিন,নায়েক এনায়েত কবির সহ সঙ্গীয় ফোর্স।
ধৃত শাহজাহান (৫৬) উখিয়া উপজেলার রত্নপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভালুকিয়ার হাকিম মিয়ার ছেলে।
এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে,সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-