কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান: পেটের ভেতর মিললো ইয়াবা, স্বামী-স্ত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক •

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে পেটের ভেতর বহন করা ১ হাজার ৭৫০ পিস ইয়াবা নিয়ে এক দম্পতিসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে।

১৯ জানুয়ারী (বুধবার) দিবাগত রাত সাড়ে ১১ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি টাওয়ারর বিপরীতে ফাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ঘুমধুমের ইয়াহিয়া রাবার বাগান সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা কোলছরী পূর্ব চরতারাপুর এলাকার মোঃ হালিম শেখ (৩৭) তার স্ত্রী রেশমা আক্তার (৩৩) ও তাদের সহযোগী সালাহ উদ্দিন(২২)।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

এব্যাপারে তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো করা হয়েছে।

আরও খবর