আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবক খুন হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এ ঘটনা ঘটে।
৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একই ক্যাম্পের বাসিন্দা মৌলভী মনির হোসেন (৩৫) কে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী কেফায়েত উল্লাহ গং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তাৎক্ষনিকভাবে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতাল ক্যাম্প-১৫ এ নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন আরও বলেন, এই ঘটনায় পলাতককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-