কক্সবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ৫১ জনকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজার জেলার বিভিন্ন পর্যটন স্পটে স্বাস্থ্যবিধি না মানায় ৫১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দিনের বিভিন্ন সময় এ অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, কক্সবাজার জেলার সব উপজেলা এবং বিভিন্ন পর্যটন স্পটে সচেতনতার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয় ও সাধারণ জনগণের মাঝে ১১ হাজার ২৬৭ টি মাস্ক বিতরণ করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫১ টি মামলায় ৫১ জনকে ৪৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর