মহেশখালী প্রতিনিধি •
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। তারা হলেন- হোয়ানক কেরুনতলী এলাকার ওমর আলীর পুত্র খায়রুল আলম (২৫ ) ও কুতুবজোম সোনাদিয়া এলাকার নুরু মিয়ার পুত্র ছৈয়দুল করিম (৩৩)।
বুধবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অফিসপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল ’এন্ড মিডিয়া ) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অফিসপাড়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় র্যাব। এসময় খায়রুল আলম ও ছৈয়দুল করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। আরোও একজন কৌশলে পালিয়ে যায়। পরে গ্রেপ্তার দুই যুবককে তল্লাশি করে ৪ রাউন্ড তাজা কার্তুজসহ ২টি একনলা বন্দুক ও ২টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তার যুবকরা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত থেকে সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আসছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-